Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে ইউনিয়ন

1.      ৫ কিলোমিটার।

2.     সীমানাঃ উত্তরে শ্রীকাইল ইউনিয়ন, দক্ষিণে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন, পূর্বে বাঙ্গরা, পশ্চিমে কামাল্লা ইউনিয়ন পরিষদ, পশ্চিমে তিতাসনদী ও হোমনা উপজেলা।

3.    মৌজা ৩টিঃ (১) বাখরাবাদ (২) বি, চাপিতলা (৩) মানিকদী।

4.      ওয়ার্ডঃ ৯টি।

5.     গ্রামঃ ১৩টি।

6.     লোক সংখ্যাঃ ১৯,৭১ ৮ জন। ২০১১সনের আদমশুমারী।

7.     ভোটার সংখ্যাঃ ১২,৬৯৪জন।

8.     পরিবারের সংখ্যাঃ ৩,৬৩৮টি।

9.     শিক্ষা প্রতিষ্ঠানঃ কলেজ ১টি, উচ্চ বিদ্যালয় ২টি, বেসরকারী প্রা: বিদ্যালয় ৫টি, দাখিল মাদ্রাসা ১টি ও হাফেজিয়া মাদ্রাসা ৫টি।

10. মসজিদঃ ৩৩টি।

11.   মন্দির ২টি।

12. আশ্রমঃ ৪টি।

13.শ্মশানঃ ২টি।

14.   কবরস্থানঃ ৬টি।

15. ঈদগাহঃ ৪টি।

16. হাট/ বাজারঃ ১টি।

17. ডাকঘরঃ ১টি।

18. কৃষি জমিঃ ২০০০

19. অনাবাদী জমিঃ ১১৩০

20.ব্যাংকঃ ২টি।

21. কাঁচা ও পাকা রাস্তা।

 পাকা রাস্তা ১২ কিলোমিটার।