রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের উল্লেখযোগ্য নদী হলো তিতাস নদী। তিতাস নদীর মাধ্যমে ইউনিয়নটি দ্বিখন্ডিত হয়েছে। নদীর দুই তীর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেড়ী বাধ নির্মাণ করা আছে। এর উপর চাঁন্দপুর ব্রীজ অবস্থিত। গোমতীর উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ী এলাকায়। গোমতীর দৈর্ঘ্য ১৩০ কিলোমিটার. ১২২ মিটার। এটি কুমিল্লার আদর্শ সদর, বুড়িচং, ব্রা্হ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দাউদকান্দি হয়ে মিলেছে মেঘনার মোহনায়। এক সময় এ নদীই ছিল অত্র ইউনিয়নের যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানেও সীমিত আকারে গোমতী নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল পার করা হয়। তাছাড়া যথন বেড়ী বাধ ছিলনা, এই গোমতী নদী বুড়িচং উপজেলা তথা কুমিল্লা জেলার দুঃখ হিসেবে বিবেচিত ছিল। বর্তমানে এই গোমতী নদীর পানি দ্বারা কৃষিকাজ করা হয়। অধিকন্তু এই নদীতে অনেক মাছ পাওয়া যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS