২। হযরত কালাই শাহ (রঃ) এর মাজার, ওয়াহেদপুর।
সুদুর সৌদি আরব থেকে ৩৬০ মতান্তরে ৩৫০ জন আওলিয়া দেবিদ্বারের উটখাড়া এলাকায় ইসলাম প্রচারের জন্য আগমন করে। তাদের মধ্য থেকে হযরত কালাই শাহ (রাঃ) গোমতী পেড়িয়ে ওয়াহেদপুর গ্রামে আসেন এবং এখানেই তিনি ইসলাম ধর্মের ব্যাপক প্রসার ঘটান। যার নির্দশন এখনকার এই মাজার। প্রতি বছর এই মাজারে বিভিন্ন বার্ষিক ওরশ ও মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। বর্তমানে এখানে একটি এতিমখানা সহ মাজার উন্নয়নের কাজ চলতেছে।
যাতায়াত - দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট থেকে সিএনজি/ রিক্সা যোগে ওয়াহেদপুর বাজারে আসা যায়।
ভাড়ার হার- ১৫ -২০ টাকা। (জনপ্রতি)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS