Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

অফিস চলাকালিন সময়ে যোগাযোগ করুন।

 

ইউপি চেয়ারম্যান

আলহাজ ছফু মিয়া  সরকার

মোবাইল:০১৮১৯৮৯৬৯৩৬

রামচন্দ্রপুর(উত্তর) ইউনিয়ন পরিষদ, মুরাদনগর, কুমিল্লা।

 

===========================================

 

অথবা

 

ইউপি সচিব

মোঃ আবদুল কুদ্দুস মজুমদার (সোহেল)

মোবাইল:০১৭১১১১৯২২৯/০১৯১৩৩০২২৬৮

রামচন্দ্রপুর(উত্তর) ইউনিয়ন পরিষদ, মুরাদনগর, কুমিল্লা।

==============================================================

রামচুর(উত্তর) ইউনিয়ন পরিষদে মামলা করতে হলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর মামলার জন্য বাদীকে, বাদী ও বিবাদীর বিবরন উল্লেখপূর্বক আবেদন করতে হবে। এই আবেদন ইউনিয়ন পরিষদে জমা দিলে ইউনিয়ন পরিষদ কর্তৃক ০৩ দিনের ভিতর বাদীকে মামলার দিন জানিয়ে দেওয়া হবে এবং বিবাদীকে নোটিশ জারী করা হবে। উক্ত নোটিশে মামলার দিন, তারিখ ও সময় উল্লেখ হরা থাকবে। উক্ত তারিখে ইউপি চেয়ারম্যান তার পরিষদের সদস্য নিয়ে মামলা পরিচালনা করবেন।